শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরের শার্শায় হাজী সম্মেলন অনুষ্ঠিত

আরো খবর

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ২ শতাধিক হাজী ও ওমরা কারীদের নিয়ে এ হাজী পূর্ণমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) নাভারন গাজী আল এভিয়েশনের আয়োজনে নাভারণ হক কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

মাও মুহিব্বুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

মাওঃআজীজুর রহমান বলেন, হজ্জ ও ওমরা কারীর জন্য হযরত ইব্রাহীম (আ) ও রাসুল (স) এর জীবনেই রয়েছে ইসলামের প্রকৃত শিক্ষা। শিরকমুক্ত ও মানবতাসিক্ত জীবন গঠন এবং দেশ ও সমাজের প্রকৃত উন্নয়ন করতে চাইলে আমাদের জীবনে তাঁদের ত্যাগ,নিষ্ঠা ও তাক‌ওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান। শার্শা উপজেলা শাখার আমির, অধ্যাপক মাওলানা ফারুক হাসান,
সহ অন্যান্য নেতৃবৃন্দ। মাওঃ কামারুজ্জামান সহ মাওঃ আইনুল হক প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ