শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরের শার্শায় ৫টি অনুমোদনহীন ক্লিনিকে সিলগালা

আরো খবর

 

শার্শা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিকগুলো নির্মূলে অভিযানে নেমেছেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স। দিনভর অভিযনের প্রথম দিনেই কাগজপত্রের জটিলতা ও ত্রুটির কারণে উপজেলার ৫টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য
কর্মকর্তা।

বন্ধ হওয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো- বেনাপোল স্টার ডায়াগনষ্টিক সেন্টার, বেনাপোল ডায়াগনস্টিক সেন্টার,নাভারন সেবা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, বুরুজ বাগান জেনারেলডায়াগনষ্টিক সেন্টার এবং বাগাআচড়ায় আল মদিনা ক্লিনিক ও ডায়াগনস্টিক
সেন্টার।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ডা. ইউসুফ আলী জানান, অনুমোদনহীন বা লাইন্সেস না থাকায় স্বাস্থ্য বিভাগের সারা দেশ ব্যাপি যৌথ অভিযানে সকল জেলা উপজেলার অনুমোদনহীন বেসরকারী অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার
সিলগালা করা হচ্ছে। শার্শা উপজেলায় শনিবার দিনভর অভিযান পরিচালনা করে মোট ৫টি অনুমোদনহীন বেসরকারী অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে । সঠিক কাগজপত্র না হওয়া পর্যন্ত বন্ধ হওয়া ক্লিনিকগুলোর কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও
জানান তিনি। অভিযানে পুলিশ ও শার্শার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা অংশ নেয়।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ