শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরের শার্শা পাচভুলোট সীমান্ত থেকে ৯ কেজি৫৫৮গ্রাম স্বর্ণসহ মটটর সাইকেল জব্দ

আরো খবর

যশোরের শার্শা পাচভুলোট  সীমান্ত থেকে ৯ কেজি৫শ৫৮গ্রাম ওজনের ৮২ পিচ স্বর্ণসহ  একটি মটটর সাইকেল জব্দ করেছে বিজিবি।  তবে এসময় মেহেদী হাসান নামে এক পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
খলনা ২১  বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানভির রহমান জানান গোপন সুত্রে সংবাদ পেয়ে বৃহস্পতিবার সন্ধায় পাচভুলোট সীমান্তের রহমতপুর গ্রামের রাস্তা থেকে সন্দেহভাজন মটরসাইকেল আরোহীকে চ্যালেজ্ঞ করা হয়। এসময় মেহেদী নামে পাচারকারী মটরসাইকেল ফেলে পালিয়ে যায়।  সে পুটখালি গ্রামের আব্দুল করিমের ছেলে।
 মটরসাকেলের ভিতর থেকে উদ্ধার করা হয় ৯কেজি ৫শ৫৮গ্রাম ওজনের৮২ পিচ স্বর্ণ। যার মুল্য ৬কোাটি ৭৫লক্ষ ৭৫হাজার ৬০টাকা বলে জানায় বিজিবি কর্মকর্তা। আটক মটরসাইকেলের মুল্য ২লাখ ২০হাজার টাকা।
পাচারকারী ধরতে বিজিবি অভিযান অব্যাহত রেখেছে।
আটক স্বর্ন ও মটরসাইকেল শার্শা থানায় সোপর্দ করা হবে বলে জানান সিও তানভির রহমান।

আরো পড়ুন

সর্বশেষ