নিজস্ব প্রতিবেদক:
যশোরের সাবেক ছাত্রলীগ নেতা মামুনের মাতা হালিমা খাতুন ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাহী রাজেউন)। বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন কসবা কাজীপাড়াস্থ বাসভবনে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন কিডনি রোগে ভুগছিলেন। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ৪ সন্তানের জননী ছিলেন। তার স্বামী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ অবসর প্রাপ্ত পুলিশ অফিসার। পরশু তার নামাজে জানাজা শেষে কারবালা কবর স্থানে দাফন করা হয়।
জানাজায় অংশ গ্রহণ করেন যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, শকিুল ইসলাম জুয়েল, পৌর কমিশনার হাজী সুমন, মিলন, সাবেক কমিশনার মোস্তাফিজুর রহমান মোস্তা, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও প্রজন্ম এত্তরের সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ডিবিসির ফটো সাংবাদি রাব্বিসহ গণ্যমান্য ব্যক্তি বর্গ। নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমার আতœার শান্তি কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

