শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরের সাবেক ডিসির বাড়িতে ডাকাতি

আরো খবর

একাত্তর ডেস্ক:

বাগেরহাটের ফকিরহাটে ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে যশোরের সাবেক ডিসি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতরা প্রায় তিন ঘণ্টা ধরে তান্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে।

সাবেক সিনিয়র সচিব মহিবুল হক ঢাকায় বসবাস করলেও ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের বাড়িতে তার চাচাত ভাই শহিদুল হক সাবু পরিবার নিয়ে বসবাস করেন।
শহিদুল হক সাবু বলেন, গ্রামের বাড়িতে দু’টি ভবন রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের ভবনে কেউ থাকে না। আমি দেখাশুনা করি। মঙ্গলবার দিবাগত রাতে আনুমানিক ৩টার দিকে মুখে মাস্ক ও হাফপ্যান্ট পরিহিত অজ্ঞাত ৬ জন ডাকাত দরজা দরজা ভেঙ্গে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার ছেলেসহ আমাকে বেধে রাখে।

পাশাপাশি মহিবুল হকের ভবনের দরজা ভেঙ্গে সেখানেও তাণ্ডব চালায় ডাকাতরা। প্রায় তিন ঘণ্টা ধরে ডাকাতরা আমার ঘরে থাকা প্রায় ১ ভরি স্বর্ণালঙ্কার ও ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

সরকারের সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের গ্রামের বাড়িতে ডাকাতির খবর পেয়ে সকালে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ সিআইডি ও পিআইবি’র দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমুজ্জামান জানান, পুলিশ অভিযান চালাচ্ছে। তবে, এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ