নিজস্ব প্রতিবেদক:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় তিনজনকে আটক এবং একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করেছেন।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়,২১ ডিসেম্বর সকালে শহরের রেলগেট পশ্চিম পাড়া থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুন্না গাজী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত রহমত আলীর ছেলে।
অন্য এক অভিযানে একই এলাকার আবুল হোসেনের (৬৫) বাড়িতে অভিযান চালিয়ে আধা কেজি গাজা উদ্ধার করা হয়। যদিও অভিযানের সংবাদ টের পেয়ে আবুল হোসেন আগেই পালিয়ে যায়।
দুপুরের শার্শা উপজেলার ত্রিমোহনী শ্যামলাগাছি গ্রামে অভিযান চালিয়ে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় শাহজালালের (৬৫) বাড়িতে অভিযান চালালে তিনি পালিয়ে যান। তবে তার ছেলে সাব্বির হোসেনকে (২০)আটক করা হয়। এই ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।
এদিন ঝিকরগাছার সৈয়দপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা কুতুব মালকে (৩৯) আটক করা হয়। তিনি ওই গ্রামের কাদের মালের ছেলে। এই ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।
দুপুরে অপরএকটি টিম রেলগেট পশ্চিম পাড়ার অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলাম সজীব (২৪) নামে এক যুবককে আটক করে। সজীব ও এলাকার মৃত আলম হোসেনের ছেলে। সজীবকে বিকেলে মোবাইল কোটে হাজির করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দিন এক রায়ে সজীবকে ৭ দিনের বিনাশ্রম করা দন্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

