শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরের ৯ থানায় ওসি বদল

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
দেশের ৫২৭টি থানায় লটারির মাধ্যমে ওসি পদায়নের অংশ হিসেবে যশোর জেলার নয়টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনকালীন দায়িত্বের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর এ লটারির আয়োজন করে।
পুলিশ সূত্র জানায়, ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের তালিকা সংগ্রহের পর লটারির মাধ্যমে নতুন ওসিদের নির্বাচন করা হয়। খুলনা রেঞ্জের যশোর জেলার যেসব থানায় নতুন ওসি পদায়ন হয়েছে।
যশোর কোতোয়ালি থানা: মো. ফারুক আহম্মেদ,অভয়নগর এস এম নূরুজ্জামান শার্শা: মো. মারুফ হোসেন,বাঘারপাড়া: মাহমুদুল হাসান,বেনাপোল পোর্ট: মোহাম্মদ আশরাফ হোসেন,কেশবপুর: সুকদেব রায়,মনিরামপুর: মো. রজিউল্লাহ খান চৌগাছা: রেজাউল করিম,ঝিকরগাছা: শাহ জালাল আলম।
এ বিষয়ে যশোর ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব বলেন, “মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী লটারি ভিত্তিতে ওসিদের বদল করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ