শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে অক্সিজেন প্লান্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, সরকার সর্বসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেশের হাসপাতালগুলোকে আধুনিকায়ন ও যুগাপযোগী করে গড়ে তুলেছে। এখন হাসপাতালে গিয়ে সবধরনের সেবা পাওয়া যায়।
শনিবার যশোর আড়াইশ বেড হাসপাতালে অক্সিজেন প্লান্ট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ ডা. এ কে এম কামরুল ইসলাম বেনু, গোলাম মোর্তোজাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে হাসপাতালের স্বেচ্ছাসেবকদের মাঝে পোশাক ও পরিচয় পত্র প্রদান করেন তিনি।

আরো পড়ুন

সর্বশেষ