শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে, আটক ১

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোর রেলগেট মডেল মসজিদের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশ এর পরিচয় শনাক্ত, রহস্য উদঘাটনসহ ১ আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ঘটনায় জড়িত সিরাজুল ইসলাম এর স্ত্রী সুফিয়া বেগম (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি  ঝিকরগাছা থানার গাজীর দরগায়।

উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তি নাম আকিকুল ইসলাম আকি (৪৭) তিনি  মতিয়ার রহমান এর ছেলে, ঝিকরগাছা থানার পায়রাডাঙ্গা গ্রামের তার বাড়ি।

তাকে মুজিব সড়ক এলাকা হতে বুধবার রাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে আকির ব্যবহৃত এক জোড়া চামড়ার কালো সেন্ডেল, হালকা নীল রঙের গেঞ্জি ও আসামীর ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আকিকুল ইসলাম আকি ও গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত পরকীয়া প্রেম করে আসছে এবং আসামী স্বামী পরিত্যক্তা।

আসামীর বাড়ি ঝিকরগাছা হলেও গত দু’মাস যাবত কোতয়ালী রেলগেট এলাকায় ভাড়া বাসায় থাকে। বুধবার রাতে  আকিকুল ইসলাম আকি আসামীর নিকট আসে এবং দৈহিক মিলন করতে চাইলে আসামী আকিকে কে ধাক্কা মারলে ঘরের দরজার সাথে লেগে মাথার সামনে কপালে আঘাতপ্রাপ্ত হয়।

এসম আকি উত্তেজিত ছিল এবং একপর্যায়ে বুকে ব্যাথা অনুভব করে। আকি আসামীর নিকট পানি চাইলে আসামী তাকে পানি পান করায়। আকি স্বাভাবিক না হয়ে মুখ দিয়ে ফেনা বের হয় এবং কিছুক্ষন পর মারা যায়। আসামী নিজেকে আড়াল রাখতে আকিকে টেনে এনে যশোর কোতয়ালী মডেল থানাধীন রেলগেট মডেল মসজিদের বিপরীতে গলির মধ্যে রেখে যায়।
এর আগে মঙ্গলবার রাতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রেলগেট মডেল মসজিদের সামনের গলির মধ্যে অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ পাওয়া যায়।

আরো পড়ুন

সর্বশেষ