রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে অস্ত্রসহ ব্যবসায়ী আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া বাজারে র‌্যার-৬ অভিযান চালিয়ে অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। আটক অস্ত্র ব্যাবসায়ী জিয়া বিশ্বাস উপজেলার হাজিরবাগ গ্রামের ইনাতুল্লা বিশ্বাসের ছেলে। বুধবার গভীর রাতে জিয়া বিশ্বাসের চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জিয়া নিজেকে আড়াল করতে হাজিরবাগ গ্রামে চায়ের দোকান দিয়েছিলো। পরে ওই চায়ের দোকানের আড়ালে সে অস্ত্র বেচাকেনা করতো। এ খবরের প্রেক্ষিতে ঝিকরগাছা উপজেলার বাকড়া বাজারে র‌্যাব অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যরা তার চায়ের দোকান থেকে জিয়াকে আটক ও তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা করেছে র‌্যাব সদস্যরা।

আরো পড়ুন

সর্বশেষ