শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে আপন ভাগ্নে-ভাগ্নিদের হাতে মামা খুন

আরো খবর

নিজস্ব প্রতিনিধি: যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকায় রুস্তম আলী (৪৫) নামে এক পরিবহন শ্রমিক আপন ভাগ্নে-ভাগ্নিদের হাতে খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রুস্তম শহরের রেলগেট পশ্চিম পাড়া এলাকার আপেল উদ্দিনের ছেলে।
হাসপাতাল সূত্রে স্থানীয়রা জানাই,জমি জায়গা নিয়ে বিরোধের কারণে আপন ভাগ্নে রাজ, ভাগ্নি স্মৃতি,বিথী, রানী, শিউলি, রুস্তম কে কিল ঘুষি লাথি চড় মেরে জখম করে। পরের স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার কথা বলে। তারা ভর্তি না হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যাওয়ার পথে অবস্থা খারাপ হলে আবারও হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। তখন চিকিৎসকৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার উপকারীদর্শক (এসআই) জুবাইর বলেন এই ঘটনা বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে তদন্ত না করে কিছু বলা সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন প্রথমে তাকে হসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বাড়ি ফেরত নিয়ে যাওয়ার পথে অবস্থা খারাপ হয়। তখন চিকিৎসার জন্য জরুরীভাবে আবার হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

আরো পড়ুন

সর্বশেষ