বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি

যশোরে আরবপুর ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন অমিত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন  সদর ৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার সকালে পথ সভায় বক্তব্যকালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে আমার প্রধান দায়িত্ব। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজ মুক্ত যশোর গড়ে তুলবো। মাদক এবং সন্ত্রাস নির্মূলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলে কেবল যশোর না ; পুরো বাংলাদেশকে নিরাপত্তা দেবো যেন কেউ বাংলাদেশ নিয়ে কোন ধরণের ষড়যন্ত্র করতে না পারে।

এ সময় তিনি আরো উল্লেখ করেন, এই যশোরে কোন মাদক সন্ত্রাসীর ঠাই হবে না। সে যদি আমার দলেরও হয় তার জায়গা বিএনপিতে হবে না। ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাস আমাদের কাছে কোন বিবেচ্য বিষয় না। বিগত দিন ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের মধ্যে বিভেদ রেখা টানা হয়েছে। আমরা সবাইকে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের মতো যশোরকে নতুন ভাবে গড়তে চাই। আগামীতে কেউ জনগণের প্রতিপক্ষ হয়ে এই যশোরের দাঁড়ানোর সুযোগ পাবে না। কেউ যদি জনগণের প্রতিপক্ষ হয়ে নিজকে দাঁড় করানোর চেষ্টা করে তার জায়গা এই যশোরে কোন দিনই হবে না।

পাশাপাশি তিনি আরো বলেন, বিএনপি যে কয়বার সরকার গঠন করেছে, প্রতিবারেই বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমার পিতা প্রয়াত তরিকুল ইসলাম যেভাবে উন্নয়ন করেছেন; নিরলসভাবে পরিশ্রম করতেন; ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা  রাষ্ট্র পরিচালনার পবিত্র দায়িত্ব অর্পণ করলে – যশোরের প্রতিটি সেক্টরে আপনাদের দাবি অনুযায়ী উন্নয়নের চাকা সচল করবো।

 তিনি বলেন বিএনপি রাজনৈতিক এবং সামাজিক সম্প্রতিতে বিশ্বাস করে।

পরবর্তীতে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সুজলপুর ঋষি পাড়ায় পথ সভায় বক্তব্য দেন।

আরো পড়ুন

সর্বশেষ