নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সৈয়দ কবীর হোসেন জনিকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার সন্ধ্যায় যশোর শহর থেকে তাকে আটক করা হয়। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
রোববার যশোর সদর উপজেলার ২০ জন ও অভয়নগর উপজেলার ১শ’ পাঁচজন আওয়ামী লীগ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। তাদের আইনজীবী ছিলেন সৈয়দ কবীর হোসেন জনি। তিনি রোববার দুুপুরে আদালত প্রাঙ্গণে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এর জেরে তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন জনির পারিবারসহ তার সহকর্মীরা।
ডিবি যশোরের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ দেব্রবত হরি সাংবাদিকদের বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জনিকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

