শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে আ’লীগ নেতা রহিম আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড মেম্বার আব্দুর রহিমকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার মধ্যরাতে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রহিম বীরনগর বাজারের মৃত কেফায়েত মিয়ার ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দাস জানান, রহিমসহ তার সহযোগীরা আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকা-ে লিপ্ত ছিলেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি দেশবিরোধী কর্মকা-ে জড়িত ছিলেন।

তিনি আরও জানান, সম্প্রতি যশোরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ব্যানার দোকানে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়। ওই ঘটনার সঙ্গে রহিম জড়িত ছিলেন,যা পুলিশের তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন

সর্বশেষ