নিজস্ব প্রতিবেদক: যশোর শহরে বাঁশের লাঠি নিয়ে শোডাউন করেছেন আওয়ামী লীগ ও যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নেতাকর্মীরা এই মহড়া দেন। এ সময় নেতাকর্মীরা মিছিল-স্লোগানে রাজপথ নিজেদের দখলে রাখেন।
এদিন সকাল থেকে ‘জামায়াত-বিএনপির নৈরাজ্য’ ঠেকাতে প্রতিরোধ, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে লাঠি হাতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে বেলা ১১টার দিকে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলে সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ অংশ নেন। মিছিলে বাঁশের লাঠি হাতে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে।জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে।
এরপর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নেতৃত্বে মোটরসাইকেল বহর নিয়ে মিছিল বের হয়।
বেলা সাড়ে ১২টার দিকে শহরের গাড়িখানার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ন কবির কবু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবু তোহা, জেলা আওয়ামী লীগের সদস্য সামিউল ইসলাম পিয়াসসহ জেলা নেতৃবৃন্দ। এর আগে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শোডাউন দেয়।
তবে রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো বিএনপি কোনো কর্মসূচি না দেওয়ায় বিশৃঙ্খল কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, জামায়াত-বিএনপি যাতে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য লাঠি হাতে আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

এদিকে বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা ও শহর যুবলীগের উদ্যোগে শান্তি মিছিল বের হয়। মিছিলটি চৌরাস্তা থেকে শুরু করে দড়াটা ভৈরব চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহগমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মঈন উদিদ্দন মিঠু, জেলা শ্রমিক লীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু।
জেলা যুব মহিলা লীগের উদ্যোগে নৈরাজ্য ও বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে। এসময় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, সহ-সভাপতি নাজমা ইমাম, নাসিমা আক্তার, যুগ্ম-সম্পাদক ফারহানা রহমান মুক্তা, দপ্তর সম্পাদক শাহীনা আক্তার এবং প্রকাশনা সম্পাদক শাহীনা পারভীন সুমি, সদর উপজেলা আহ্বায়ক ফাতেমা আনোয়ার এবং যুগ্ম-আহবায়ক রেখা খাতুন।
জেলা যুবলীগের ব্যানারে দড়াটানা ভৈরব চত্ত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের আগে দড়াটানায় শান্তি ও উন্নয়ন সমাবেশ সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান মিন্টু । প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

