নিজস্ব প্রতিবেদক:
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানসহ আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ মে) রাত ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার পারবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতার হওয়া অন্যান্যদের মধ্যে রয়েছেন—শার্শা ইউনিয়ন পরিষদের সদস্য তোতা, ইউপি সদস্য খালেক, আওয়ামী লীগ নেতা হায়দার, মাখম ও মুকুল।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ঝিকরগাছার পূর্বাশা ক্লিনিকের সামনে একটি বাড়িতে অবস্থান করছেন। এরপর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গত ৫ আগস্ট বর্তমান সরকারের পতনের পর তারা গ্রেফতার আতঙ্কে এলাকা ছেড়ে দেন এবং ঝিকরগাছায় একটি বাড়ি ভাড়া করে অবস্থান করছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শার্শা থানায় নাশকতাসহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং সোমবার (৫ মে) তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

