নিজস্বপ্রতিনিধি:যশোরে চাঞ্চল্যকর ইজিবাইক চালক হত্যা কান্ডের ১২ ঘন্টার মধ্যে ৪ খুনিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার প্রলয় জোয়াদ্দার জানান, মঙ্গলবার রাতে বেনাপোলে খুন হয় ইইজবাইক চালক সজিব। এর ১২ ঝন্টার মধ্যে হত্যা কান্ডে ব্যবহ্নত চাকুসহ খুনিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
আটকৃতরা হচ্ছে শার্শার গয়ড়া গ্রামের লিটন আলীর ছেলে শামীম হোসেন, বড় আচড়ার সওদাগার আলরি ছেলে আশরাফুল আলম রাব্বি, ইসমাইল হোসেনর ছেলে আজম হোসেন ও বেনাপোলের রবিউল ইসলামের ছেলে জাহাঙ্গির কবির। ডিবির এস আই মুরাদ হোসেন বুধবার রাতে শার্শায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

