সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ইজি বাইক চুরি পুলিশের হস্তক্ষেপে তিন ঘন্টা পর উদ্ধার

আরো খবর

 প্রতিনিধি
যশোরে ইজিবাইক চুরি হয়ে যাওয়ার তিন ঘন্টা পর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের হালসা গ্রামের রাস্তার উপর পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছ পুলিশ। কোতায়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ও এসআই মাইদুল ইসলাম যৌথ অভিযান পরিচালনা করে ইজিবাইকটি উদ্ধার করেন।
ইজিবাইকটির মালিক বারান্দীপাড়া ঢাকা রোডের বাসিন্দা আব্দুল আজিজের স্ত্রী জেসমিন বেগম।
জেসমিন বেগম অভিযোগ করে বলেন আমার স্বামী পুলিশ অফিসার, তার আরো তিনটি স্ত্রী আছে। যতো রকম খারাপ অভ্যাস সব কিছু তার ভেতর বিদ্যমান। স্বামী আজিজ আমার সংসার চালাতে একটি কানাকড়িও খরচ দেয় না। চার ছেলে-মেয়ে নিয়ে বহু লড়াপিটা করে টিকে আছি। ব্যাংক থেকে লোন তুলে চারটি ইজিবাইক ভাড়ায় চালাই। প্রতি মাসে ৫০ হাজার টাকা ব্যাংকে জমা দিতে হয়। রাত সাড়ে ৯টার দিকে আমার একটি ইজিবাইকটি চুরি হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে থাোয় অভিযোগ দিয়ে ওসি তাজুল স্যারের কাছে কান্নাকাটি করি।
ওসি স্যার- তদন্ত ওসি  ইজিবাইক উদ্ধার করতে নির্দেশ দেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) সাংবাদিক দের বলেন, জেলার সমস্থ ক্যাম্প ফাড়িকে বেতার বার্তা দিয়ে প্রথমে এলার্ট করে নিযেই অভিযান পরিচালনা করি। তিন ঘন্টার মাথার সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের হালসা গ্রামের রাস্তার থেকে ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। চোর চক্রকে অবশ্যই আটক করে আইনের আওতায় আনা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ