নিজস্ব প্রতিবেদক: যশোরের হাদিপুর নুড়িতলা এলাকায় ইনো লুব্রিকেন্ট কারাখানায় জাতীয় ভোক্তা-অধিকার যশোরের অভিযান চালায়। এসময় ইঞ্জিন অয়েল বাজারজাত করার জন্য বিএসটিআই অনুমোদন না থাকার কারনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার যশোরের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।
বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স ইনো লুব্রিকেন্ট নামের প্রতিষ্ঠানে মজুদ রাখা আরব লুভ ও ইনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায় তবে বাজারজাত করার জন্য উক্ত প্রতিষ্ঠানের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন না থাকার কারনে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।
অভিযান বিয়য়ে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, ইঞ্জিন অয়েল বাজারজাত করতে হলে বিএসটিআই আনুমোদন থাকতে হবে। এই কারখানাটি বিএসটিআই আনুমোদন ছাড়ায় লুব্রিকেন্ট বাজারজাত করছে। বিধায় তাকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হলো। জনস্বার্থে অনুমোদনহীন ও ভেজাল পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয় সেই লক্ষ্যেই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় বিএসটিআই প্রতিনিধি সহিদুল ইসলাম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোর শাখার সদস্য এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

