শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে উদীচীর জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দেশব্যাপী একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশনের ঘোষণা দেয়।

একর্মসূচির অংশ হিসেবে যশোর উদীচী শিল্পী গোষ্ঠির নেতৃবৃন্দ শুক্রবার সকালে শহরের ঈদগাহ মোড়ে আইনজীবী ভবনের সামনে সমবেত হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

উদীচী যশোর জেলা ও উপজেলা শাখা পর্যায়ের শিল্পী-কর্মীসহ সাধারণ মানুষ একসঙ্গে প্রাণের আবেগে গেয়ে ওঠে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় সঙ্গীত। কর্মসূচিতে সূচনা বক্তব্য রাখেন উদীচী যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব।

বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আমিনুর রহমান হিরু। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু, মাহবুবুর রহমান মজনু, অধ্যাপক সোলজার রহমান, উদীচীর সহ সাধারণ সম্পাদক আসিফ নিপপন, আলমগীর কবীর প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ