নিজস্ব প্রতিবেদক:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা পৃথক অভিযানে এক হাজার লিটার মিথাইল অ্যালকোহল (মিথানল) উদ্ধার এবং তিনজনকে আটক করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৩১ ডিসেম্বর রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার মোবারককাঠী গ্রামের বরকত আলীর (৩৭) বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে একটি লোহার ব্যারেলে রাখা ১০০ লিটার মিথানল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
অপর অভিযানে সদর উপজেলার বাহির মল্লিক গ্রামের শাহজালাল বিশ্বাস (৪৫) এর দোকানঘর থেকে ৮০০ লিটার এবং মোবারককাঠী পূর্বপাড়া গ্রামের মিরাজুল ইসলাম (৪৪) এর বাড়ি থেকে ১০০ লিটার মিথানল জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

