শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে এস এ পরিবহনে অভিযান, কোটি টাকার পণ্য জব্দ

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:
চোরাচালান বিরোধী বিশেষ টাস্কফোর্স বেনাপোল বাজার থেকে বিপুল পরিমাণ ভারতীয়  শাড়ী, থ্রিপিচ, চকলেট, জিরা, কিচমিচ, কম্বল, তৈরী পোশাক এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করেছে।  আটককৃত বিভিন্ন পণ্যের মুল্য ৮৬ লাখ টাকা বলে  জানিয়েছে বিজিবি কর্মকর্তা।
আটককৃত ভারতীয় বিভিন্ন পণ্য শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা হয়েছে বলে  শুক্রবার বিকালে সাংবাদিকদের জানানো হয়। বিজিবি জানায়, ভারতীয় শাড়ী, তৈরী পোশাক, কম্বল এবং বিভিন্ন প্রকার কসমেটিকসের চালান  বেনাপোল থেকে একটি কুরিয়ার সার্ভিসের  মাধ্যমে পাচারের উদ্দেশ্য বেনাপোলে এনে জড়ো করা হয়।
 সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।  গতকাল রাতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।  টাস্কফোর্স অভিযানে সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান, নাভারণ সার্কেল, যশোর, উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, শার্শা উপজেলা, সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ, যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি), রাসেল মিয়া, অফিসার ইনচার্জ, বেনাপোল পোর্ট থানা এবং কে এম রবিউল, অফিসার ইনচার্জ, শার্শা থানা, যশোরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টাস্কফোর্সের মাধ্যমে যশোর জেলার শার্শা থানাধীন বিজিবি’র আমাড়াখালী চেকপোস্টের সামনে  তল্লাশি করে ভারতীয় ৮৮২টি শাড়ী, ৪৫৩টি থ্রীপিচ, ২৪৯টি তৈরী পোশাক সামগ্রী, ০৪টি কম্বল, ১৮ প্যাকেট কিসমিস, ১৪ প্যাকেট জিরা, ২৩ জোড়া স্যান্ডেল, ৪৮টি রিয়েলমি হেডফোন, ৩৭১৬০টি বিভিন্ন প্রকার চকলেট এবং ৬৪৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮৬ লাখ টাকা।
বিজিবি অধিনায়ক জানান, আটককৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ