নিজস্ব প্রতিবেদকঃ যশোরে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে নাজমুল নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাৎণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাজমুল বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের আবু তালেব সর্দারের ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঐতিহ্যবাহী বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান চলাকালে। এ ঘটনায় পুলিশ চাকু ও চাপাতিসহ ইমামুল ইসলাম নয়নকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে নাজমুল ইসলাম ও তার দুই বন্ধু আসেন। একপর্যায়ে বসুন্দিয়া চোর খানপাড়ার মৃত সেলিম হোসেনের ছেলে ইমামুল ইসলাম নয়ন আকস্মিকভাবে নাজমুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ছুঁটে রক্তাক্ত অবস্থায় নাজমুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এদিকে অনুষ্ঠান চলাকালে শিাঙ্গনে ছুরিকাঘাতের খবর পেয়ে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামানের নেতৃত্বে তাৎণিক একটি টিম বসুন্দিয়া চোর খানপাড়া এলাকা থেকে আসামি নয়নকে দেশীয় অস্ত্রসহ (২টি বার্মিজ চাকু এবং ১টি চাপাতি) আটক করেছেন।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই কামরুজ্জামান জানান-আসামিকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছিল।

