শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে  কলেজ পড়ূয়া ছাত্রীকে করা ও অশ্লীল ভাষায় প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে যৌন নিপীড়ন করায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। যশোর সদর উপজেলার শেখহাটি বাবলতলা এলাকার  এক কলেজ  ছাত্রী (১৮) বুধবার দিবাগত গভীর রাতে কোতয়ালি থানায় আজহারুল ইসলাম ওরফে রিপন (২৬) এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

রিপন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গোপালপুর গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার শেখহাটি বাবলাতলা ইলাহী বক্সের বাড়ি ভাড়াটিয়া আব্দুল ওয়াদুদের ছেলে। বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর কলেজ পড়ূয়া শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মামলায় কলেজ পড়ূয়া শিক্ষার্থী  উল্লেখ করেন্, আসামীর স্বভাব চরিত্র ভালনা। দুঃশ্চরিত্র ও লম্পট প্রকৃতির ছেলে। উক্ত লম্পটের বাড়ি বাদির বাড়ির পাশাপাশি। বাদি যশোর সরকারি কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পাশ করেছে।

লম্পট রিপন দীর্ঘদিন ধরে বাদিকে বিভিন্ন ভাবে উত্যক্ত করাসহ আজে বাজে কথাবার্তাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বাদি আসামীর প্রস্তাবে রাজী না হওয়ায় আসামী বাদিকে ক্ষতিসাধন করবে বলে হুমকি দিয়ে আসছিল। এক পর্যায় গত ১৭ নভেম্বও সকাল সাড়ে ১১ টায় বাদি তার বান্ধবী  রিয়াকে সাথে নিয়ে রিক্সা যোগে তার পূর্ব পরিচিত ভাই ইসমাইল এর বসত বাড়ি ঝুমঝুমপুর পিন্টুর মোড়ে বাড়িতে যায়। সেখানে ইসমাইলের বসত ঘরের দরজার কাছে পৌছালে পিছন থেকে হঠাৎ করে রিপন বাদির গায়ে একটি ডিম ছুড়ে মারলে বাদির পরিহিত বোরখায় লাগে।

তখন বাদি প্রতিবাদ করাতে আসামী বাদিকে জাপটে ধরে বাদির মুখের বাম পাশে স্বজোরে কামড় দেয় এবং যৌন কমনা চরিতার্থ করার হীন মানসে বাদির শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয়। তখন বাদি ডাক চিৎকার দিলে তার বান্ধবী রিয়া ও ইসমাইল ভাইসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট রিপন  লোকজনের ভীড় থেকে সুকৌশলে পালিয়ে যায়। ঘটনার পর বাদি বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানানোর পর মামলা করার সিদ্ধান্ত গ্রহন করার পর থানায় মামলা করেন।

আরো পড়ুন

সর্বশেষ