নিজস্ব প্রতিনিধি
রিকশা থামিয়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে অপহরণ পূর্বক মুক্তিপনের দাবি অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। যশোর সদর উপজেলার সিতারামপুর গ্রামের ইসহাক হোসেনের স্ত্রী তাছলিমা খাতুন থানায় দায়ের করা অভিযোগে আসামী করেছেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে তামিম হোসেনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে।
মামলায় তাছলিমা খাতুন উল্লেখ করেন,তার মেয়ে তহমিনা ইসলাম ইমি যশোর কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তাকে আসামী তামিম হোসেন বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল এবং তার সাথে বেড়াতে যাওয়ার প্রস্তাব দিতো। ইমি আসামীর কু-প্রস্তাবে রাজী না হলে বিভিন্ন প্রকান হুমকি দিতো। ইমি ঘটনার ব্যাপারে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তার মায়ের সাথে খুলে বলে। মা মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে মাঝে মধ্যে মেয়েকে নিয়ে কলেজে যাওয়া আসা করতেন। গত ২৮ মে বাদি তার মেয়েকে নিয়ে কলেজে যাওয়ার পথে মেয়ের দেখানো মতে আসামী তামিম হোসেনকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়ে বাদী আসামীকে অনুরোধ করে এবং তার মেয়েকে রাস্তাঘাটে বিরক্ত না করার জন্য। ওই সময় আসামী বাদিনীকে লক্ষ্য করে বলেন তার মেয়েকে তুলে নিয়ে গুম করে ফেলবে। সকাল সাড়ে ১০ টায় তিনি তার মেয়েকে নিয়ে রিকসা যোগে মুড়োলী হয়ে মোবারককাঠি গ্রামের সন্যাসী বটতলা নামকস্থানে পৌছালে তামিম হোসেনসহ অজ্ঞাতনামা কয়েকজন পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার রিক্সার গতিরোধ করে তার মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক একটি সাদা রংয়ের প্রাইভেট কারে করে অপহরন করে নিয়ে যায়।পরে তিনি কোতয়ালী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিলে বাদি যশোর আদালতে মামলা করেন।#
যশোরে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে মামলা

