শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে কিশোর গ্যাংয়ের হাতে ছুরিকাহত গাড়ি ব্যবসায়ী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে কিশোর গ্যাংয়ের ছুরিঘাতে রিফাত হোসেন (৩২) আহত। রিফাত সদরের নাজির শংকরপুর সাদেক দাড়গার মোড়ের  মৃত শেখ সাহাজান আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাক ব্যাপসায়ি।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিনে আর.এন রোডের আতাউল্লাহ মার্কেটের সামনে।
আহতের চাচাতো ভাই মিন্টু জানায়, শহরের চৌরাস্তা থেকে মোটরসাইকেল চালিয়ে মনিহারের দিকে যাওয়ার পথে আর.এন রোড়ের  আতাউল্লাহ মার্কেটের সামনে পৌঁছালে রিফাত মোটরসাইকেল আরোহী সামনে থাকা কালো কালারের প্রাইভেট কারে পিছন থেকে ধাক্কা লাগে। এতে বাগ বিতর্ক সৃষ্টি হয় এক পর্যায়ে প্রাইভেটকারের থাকা কিশোর জ্ঞান ৫/৬ জন স্থানীয় বন্ধুবান্ধব এগিয়ে এসে মোটরসাইকেল আরোহী কে এলোপাতাড়ি ছুরিকাঘাতকরে এতে তার বুকে এবং বাম হাতের বেশিতে চাকু মারে।
পরে গুরুতর জখম অবস্তায় তাক সাথে থাকা চাচাতো ভাই মিন্টু উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে কোতওয়ালি থানার এস আই  মনিরুজ্জামান জানায়, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে খুব দ্রুত আইনি ব্যবস্তা গ্রহন করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ