বেনাপোল প্রতিনিধি:যশোরের গোগা সীমান্ত থেকে ১ কোটি টাকা মূল্যের ৯টি স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি।
আটক মনিরুল হোসেন শার্শার গোগা গ্রামের সামছুর রহমানের ছেলে।
২১বিজিবিব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, জানান গোয়েন্দা সুত্রে জানতে পেরে মঙ্গলবার রাতে গোগা বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে একটি অটোভ্যানসহ মনিরুল হোসেনকে আটক করেন। তার শরীরে বিশেষ ব্যাবস্থায় রাখা স্বর্নগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ০২২ গ্রাম যার মূল্য এক কোটি ঊনআশি হাজার টাকা।
স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।

