শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে খুলনা বিভাগীয় কারাতে রেফারী প্রশিক্ষণ  উদ্বোধন

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:যশোরে ১ম খুলনা বিভাগীয় কারাতে রেফারী প্রশিক্ষণ সেমিনার- ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশে কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) যশোর ক্রীড়া সংস্থার আমেনা কমপ্লেক্সে উক্ত প্রশিক্ষণ সেমিনার উদ্বোধন করা হয়।
যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী সদস্য ও কারাতে পরিষদের সভাপতি আনোয়ার হোসেন মোস্তাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেফারী প্রশিক্ষণ সেমিনার উদ্বোধন করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।
যশোর জেলা ক্রীড়া সংস্থার কারাতে পরিষদের যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা,বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক তুলু- উশ শামস,বাংলাদেশ কারাতে
ফেডারেশনের কার্য নির্বাহী কমিটির সদস্য সৈয়দ নূর মোহাম্মদ রকি,বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সদস্য মোহাম্মদ আলী, যশোর বড় বাজার সমিতির সভাপতি মীর মোশারফ হোসেন, বিজিবি কারাতে দলে কোচ মোহাম্মদ নূর হোসেন,কারাতে পরিষদের সহ-সভাপতি মাহবুবুর রহমান মোহন, ঝিকরগাছা কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক রফিকুল ইসলাম রফিক প্রমুখ। উক্ত সেমিনারে খুলনা বিভাগের ৫০ জন পুরুষ ও মহিলা কারাতে রেফারি অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

সর্বশেষ