নিজস্ব প্রতিবেদক:
যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মক ভোটিং ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন এবং নিজে মক ভোট প্রদান করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত সাধারণ মানুষ ও তরুণ সমাজ আজ ভোট দিতে আগ্রহী। গণভোটই স্বৈরাচার প্রতিরোধের পথ এবং নতুন বাংলাদেশ গড়ার সনদ।
তিনি নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, তরুণদের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।

