রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে গৃহবধূকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা

আরো খবর

প্রতিনিধি
স্বামী বাড়িতে না থাকার সুযোগে এক গৃহবধূকে দিনের বেলায় ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগে লম্পট ইব্রাহিম মোড়লের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। বুধবার ২৫ মে গভীর রাতে মামলাটি করেছে আক্রমের শিকার গৃহবধূ (২৩)। আসামী ইব্রাহিম মোড়ল যশোর সদর উপজেলার সাড়াপোল বিনোদ মোড়, এলাকার গোলাম মোড়লের ছেলে। পুলিশ লম্পট ইব্রাহিম মোড়লকে গ্রেফতার করতে পারেনি।
গৃহবধূ মামলায় উল্লেখ করেন,তার স্বামী টাইলস মিস্ত্রির কাজ করে। গৃহবধূ ও তার স্বামী একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে। ভাড়াটিয়া বাসায় থাকার ১০/১২ দিন পর থেকে গৃহবধূর স্বামী তার মিস্ত্রি কাজে বাড়ির বাইরে থাকার সময় লম্পট ইব্রাহিম মোড়ল তার সহযোগী আসামী অজ্ঞাতনামা ২/৩ জনের সহায়তায় ভাড়া বাসার সামনে এসে অশোভন অঙ্গভঙ্গি করে খারাপ খারাপ কথা বলে উত্যক্ত করতো ও গৃহবধূকে একটু ফাঁকা পেলে খারাপ প্রস্তাব দিতো। গৃহবধূ লম্পটের প্রস্তাবে রাজী না হওয়ায় গৃহবধূকে ক্ষতি করার হুমকী দিয়ে আসছিল। গৃহবধূ ওই ঘটনা তার স্বামীকে বললে সে লম্পটকে এহেন কর্মকান্ড হতে বিরত থাকার ব্যাপারে জানালে সে গৃহবধূকে ক্ষতি করার হুমকী দিতো। গত ১৩ মে দুপুর ১২ টায় গৃহবধূ তার ভাড়া বাড়িতে স্বামী না থাকায় শয়ন কক্ষে থাকাকালে ইব্রাহিম মোড়ল পূর্ব পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্য ঘরের মধ্যে প্রবেশ করে গৃহবধূ কোন কিছু বুঝে উঠার আগেই দরজা বন্ধ করে পিছন থেকে ঝাপটে ধরে মুখ চেপে জোর পূর্বক পালংয়ের উপর ফেলে পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে ছিড়ে ফেলে। ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করার চেষ্টা করে। ওই সময় গৃহবধূ জোর চেষ্টা করে ডাক চিৎকার দিলে আশ পাশের লোকজন এগিয়ে আসলে লম্পট ইব্রাহিম মোড়ল কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর গৃহবধূর স্বামী স্বাক্ষীদের মাধ্যমে সংবাদ শুনে বাসায় এসে। গৃহবধূ তার স্বামীকে ঘটনার বিস্তারিত জানালে স্থানীয় লোকজন ও পরিবারের লোকজনকে জানিয়ে থানায় মামলা করেন।#

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ