শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে গ্যাস সিলেন্ডার প্রতারণা, আটক ১

আরো খবর

বিশেষ প্রতিনিধি:বসুন্ধরা কোম্পানীর গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে অবৈধ পন্থায় গ্যাস ভরে বসুন্ধরা কোম্পানীর সিল ও ক্যাপ ব্যবহার করে বাজারজাত করার সময় রবিউল ইসলাম নামে এক প্রতারকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার রাজারহাট রামনগর জনৈক নাদিমের বাড়ির ভাড়াটিয়া ইব্রাহিমের ছেলে এ ঘটনায় কোতয়ালি থানায় প্রতারনা মামলা হয়েছে।
সোমবার ৬ নভেম্বর রাতে যশোর কোতয়ালি থানায় মামলাটি করেন,যশোর শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে এস এম নুর উদ্দিন। মামলায় আসামী করেন, গ্রেফতারকৃত রবিউল ইসলাম ছাড়াও যশোরের শার্শা উপজেলার সনাতনকাঠি বামুনিয়া গ্রামের বর্তমানে যশোর শহরের মিশন পাড়া এলাকার জনৈক তাহাজ্জত সাহেবের বাড়ির ভাড়াটিয়া আব্দুস সাত্তারের ছেলে হাদিউজ্জামান জিতু।
মামলায় বাদি উল্লেখ করেন,তিনি বসুন্ধরা ( এলপিজি) গ্যাস কোম্পানীর যশোর জেলার পরিবেশক। গত ৬ নভেম্বর সোমবার দুপুর অনুমান সোয়া ২ টায় শহরের খড়কী কবরস্থান সংলগ্ন জনৈক আবু বক্কার সিদ্দিকের জে ট্রেডার্স নামক গ্যাস সিলিন্ডারের দোকানের সামনে একটি মাহেন্দ্র পিকআপে বসুন্ধরা কোম্পানীসহ বিভিন্ন কোম্পানীর গ্যাস সিলিন্ডার নিয়ে অবস্থান করতে দেখে বাদির সন্দেহ হয়। এসময় পিক আপের চালক রবিউল ইসলামকে বাদি বসুন্ধরা কোম্পানীর গ্যাস সিলিন্ডার দেখে জিজ্ঞাসাবাদ করলে সে একেক সময় একেক কথা বার্তা বলে।বাদি তাদের কোম্পানীর প্রতিনিধিতে বিষয়টি জানিয়ে ডিবি পুলিশে সংবাদ দেয়। ডিবি পুলিশ এসে পিকআপ ভর্তি গ্যাস সিলিন্ডারসহ রবিউল ইসলামকে গ্রেফতার করে। এসময় পিকআপে বসুন্ধরা কোম্পানীর ২০ সিলিন্ডারসহ অন্যান্য কোম্পানীর মোট ৪০ টি গ্যাস সিলিন্ডার জব্দ করেন। রবিউল ইসলামকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে জানায় বিভিন্ন দোকান থেকে বসুন্ধরা কোম্পানীর খালি সিলিন্ডার সংগ্রহ করে তাতে অবৈধ পন্থায় গ্যাস ভরে বসুন্ধরা কোম্পানীর সিল ও ক্যাপ নকল করে বাজার করে আসছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মঙ্গলবার দুপুরে আটক রবিউল ইসলামকে আদালতে সোপর্দ করে।

আরো পড়ুন

সর্বশেষ