প্রেস বিজ্ঞপ্তি:দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকার এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৮ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের অংশগ্রহণে ২ দিন ব্যাপী দুই ব্যাচের গ্রাম আদালত বিষয়ক বেসিক প্রশিক্ষণ কোর্স শনিবার জেলা প্রশাসকের সভাকক্ষ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক। রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বিচারিক ক্ষেত্রে যশোর কালেক্টরেট ও যশোর জেলার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, বৃটিশ আমলে ১৭৮১ সালে যশোর কালেক্টরেট স্থপিত হয় এবং বিচারের সুত্রপাত হয় যশোর কালেক্টরেট এর মাধ্যমে। সুতরাং এ জেলার ঐতিহ্য রক্ষা করতে হবে এবং গ্রাম আদালতের বিচারের ক্ষেত্রে আপনাদের দক্ষ ও স্মার্ট হতে হবে। বিচারক হতে হলে আইন জানা এবং আইনানুযায়ী নিরপেক্ষ বিচার নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক, সমাজ সেবা অধিদপ্তর, যশোর এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), যশোর। উদ্বোধনী পর্বে সঞ্চালনা করেন এ্যাড. মহিতোষ কুমার রায়।

