শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন পাল্টা সংবাদ সম্মেলন করলেন অভিযুক্তরা

আরো খবর

 

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বারান্দিপাড়ায় যুবদল ও ছাত্রদল কয়েকজন নেতার বিরুদ্ধে জেসমিন নামে এক নারী চাঁদাবাজি, লুটপাট ও হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে। তবে এই সংবাদ সম্মেলনের ৩ ঘণ্টার মাথায় পাল্টা সংবাদ সম্মেলন করেছে যুবদল নেতারা। এতে অভিযোগ-প্রত্যাখান করে উল্টো ঐ নারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে।

রোববার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শহরের বারান্দীপাড়া ঢাকারোড এলাকার বাসিন্দা জেসমিন বেগম প্রেসক্লাব যশোরে লিখিত বক্তব্যে দাবি করেন, তার চারটি ইজিবাইক ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি ১ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি তারেক হাসান চুন্না তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় ৪ আগস্ট বিকেলে চুন্না, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়, মারধর করে, শ্লীলতাহানি ঘটায় এবং ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তার শিশুপুত্রের গলায় চাকু ধরে অবশিষ্ট টাকা দাবি করা হয়।

জেসমিন অভিযোগ করেন, স্থানীয়রা কয়েকজনকে ধরে ফেললেও পরে সহযোগীরা ভয় দেখিয়ে ছাড়িয়ে নেয়। পরে তিনি ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় মোবাইল উদ্ধার হয়। তবে থানায় অভিযোগ দিয়েও এখনও কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি সংবাদ সম্মেলনে আসেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত চুন্নার বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি।

এদিকে, ওই নারী সংবাদ সম্মেলন করার ৩ ঘণ্টার মাথায় বিকেল সাড়ে ৪টায় একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলন করেন নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম।

তিনি দাবি করেন, ৪ আগস্ট জেসমিন বেগমের সঙ্গে এক ইজিবাইক চালকের দ্বন্দ্ব মেটাতে চুন্নাকে ডাকা হয়। আলোচনায় সমাধান হলেও জেসমিন তা মানেননি এবং পরে তিনি ও তার সহযোগীরা চুন্নার ওপর হামলা চালান। ঘটনাকে ভিন্ন খাতে নিতে জেসমিন মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলেছেন।

পাল্টা সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, জেসমিন মাদক সিন্ডিকেটের সদস্য মুরাদের আশ্রয়দাতা এবং তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে।

সংবাদ সম্মেলনে নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁন, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুল বারী কাক্কু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

সর্বশেষ