নিজস্ব প্রতিবেদক: চাঁদা না দেয়ায় যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী গ্রামে আছির উদ্দিনের দেড় বিঘা জমির ধান কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এঘটনায় আছির উদ্দিন বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল রাতে একই এলাকার ইসলামের ছেলে আমিন, মতি’র ছেলে মনির, আকসেদ রাহুল সহ আরো ৭/৮জন সন্ত্রাসীরা আছির উদ্দিনের বাড়িতে অনাধিকার প্রবেশ করে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। আছির উদ্দিন টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা ক্ষীপ্ত হয়ে তার জমিতে লাগানো ধান কাটে টলিতে করে নিয়ে যায়।
এসময় সন্ত্রাসীদের ধান কাটতে বাধা দিলে আছির উদ্দিনের ছেলের ওপর দেশিয় অস্ত্র, লাঠি, রড, ইট নিয়ে হামলা চালায়। এতে মিথুন গুরুতর রক্তাত্ত জখম হয়। এসময় সন্ত্রাসীরা খুন, গুমের হুমকী দেয়। এর আগে আমিনের বিরুদ্ধে থানায় নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এস. আই জাহিদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্তকরে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

