নিজস্ব প্রতিবেদক : যশোরে চাঁদের হাটের চিত্র প্রদর্শনীতে ছবি বিক্রির রেকর্ড গড়েছে শিল্পীরা।প্রথম দিনে বিক্রি হয়েছে ৬টি ছবি।
মহান স্বাধীনতা দিবস উপলে সোমবার বিকেলে যশোর ইনস্টিটিউটে জাতীয় শিশু-কিশোর ও যুব কল্যাণ সংগঠন ‘চাঁদের হাট’২৬ জন বরেণ্য শিল্পীর এই চিত্র প্রদর্শনীর আয়োজন করে।
বরেণ্য শিল্পীদের চিত্রকে ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। চাঁদের হাটের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে রুরাল রিকন্ট্রাশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আমরা জানি আধুনিক পৃথিবীর সূচনায় চিত্র অংকন বড় ধরনের ভূমিকা রাখে। যার কারণে সরকারিভাবেও শিল্পচিত্রকে বিভিন্ন অনুষ্ঠানে প্রদর্শনী করানো হয় এবং আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি। শিল্পীরা ছবির মাধ্যমেই মানুষের উপলব্ধিকে প্রকাশ করানোর চেষ্টা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, চিত্রশিল্পী মফিজুর রহমান রুননু এবং চিত্রশিল্পী কৃষি গৌতম। এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি সভাপতি হারুন অর রশীদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদের হাটের সদস্য সুমাইয়া আক্তার জলি।
আয়োজকরা জানান, অমর শহিদ দিবস উপলে চাঁদের হাট আয়োজিত আর্টক্যাম্পের ২২টি ছবিসহ ২৬ জন শিল্পীর চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। এরমধ্যে যশোরের এসএম সুলতান ফাইন আর্ট কলেজ ও নড়াইল আর্ট কলেজের অধ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান অধ্যাপকসহ যশোর, নড়াইল, সাতীরা, খুলনা, বাগেরহাট ও ঢাকার চিত্রশিল্পীদের চিত্রকর্ম স্থান পেয়েছে।
চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী দিনে ৬টি ছবি বিক্রি হয়েছে, যা যশোরের কোনো আর্ট ক্যাম্পে আঁকা ছবি বিক্রির রেকর্ড। আয়োজকরা আশা করছেন প্রদর্শনীর বেশিরভাগ ছবি বিক্রি হয়ে যাবে। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে আয়োজিত চিত্র প্রদর্শনী বুধবার পর্যন্ত প্রতিদিন দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

