কেশবপুর উপজেলা সংবাদদাতা: মঙ্গলবার দুপুরে যশোরের পানিবদ্ধ (ভবদহ) এলাকা পরিদর্শন করেছে চায়নার একটি প্রতিনিধি দল। পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্নসচিব লুৎফর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি ভবদহ ২১ ভেন্ট স্লুইস গেট এবং কেশবপুরের আগরহাটি শোলগাতীয়া ব্রিজ এলাকা পরিদর্শন করেন।
তারা কেশবপুর – মনিরামপুর ও অভায়নগর উপজেলার বাস্তব অবস্থা পরিদর্শন এবং করণীয় নির্ধারণের বিষয় স্থানীয়দের মতামত গ্রহণ করেন। চায়না পানিসম্পদ কমিশনের পক্ষে নেতৃত্ব দেন মি: ক্যা রংরং।
পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম,কেশপুর উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন, সহকারি কমিশনার শরিফ নেওয়াজ, কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার প্রমূখ। উল্লেখ্য গত ৩ দশক ধরে যশোর অঞ্চলের কেশবপুর মনিরামপুর ও অভয়নগর উপজেলার ৭ লাখ মানুষ পানি বদ্ধতার অভিশাপে মানবতার জীবন যাপন করছেন।
হাজার হাজার মানুষ বাস্তচ্যুত হয়েছেন, হাজার হাজার মানুষ পেশা পরিবর্তন করে এলাকা ছেড়ে চলে গেছেন। যারা আছেন তারা অবর্ণনীয় কষ্টের মধ্যে দিনপাত করছেন। সরকার দশকে দশকে শত শত কোটি টাকা খরচ করলেও পানি বদ্ধতার সমস্যা সমাধান হযনি। সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরাই রয়ে গেছে।

