শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে চিহ্নিত সন্ত্রাসী রুবেল আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ ২১ মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী রকিবুল ইসলাম রুবেলকে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। শুক্রবার দুপুরে চাঁচড়া পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিন পিস ইয়াবা ও মাদক বিক্রির ২২ হাজার ২০০ টাকা উদ্ধার হয়।
রুবেল শহরের সিটি কলেজপাড়ার ইনসান মিয়ার ছেলে এবং বর্তমানে চাঁচড়া মধ্যপাড়ায় বসবাস করেন। চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সবুজ গাজী জানান, খবর পেয়ে অভিযান চালালে পালানোর চেষ্টা করেন রুবেল। পরে তাকে আটক করে কোতোয়ালি থানায় মামলা করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ