ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোরে সোহাগ হোসেন (২৫) নামে এক ইজিবাইক চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে,শহরতলীর ক্যান্টনমেন্ট কলেজের রেল ক্রসিংয়ের পাশে এঘটনা ঘটে। অচেতন ইজিবাইক চালক উপজেলার হামিদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে,বিস্কিটের মাধ্যমে চেতনা নাশক ঔষধ খাওয়ায়ে ইজিবাইক চালককে অজ্ঞান করে শহরতলীর ক্যান্টনমেন্ট কলেজের রেল ক্রসিংয়ের পাশে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে চলে যায়।
ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র ফাহিম (০১৯৩১৫৬১৯৭১) নামে একজন ব্যক্তি কোতোয়ালি থানা পুলিশের মাধ্যমে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে অত্র হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। অবস্থা আশঙ্কা মুক্ত।

