শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে চোর চক্রের ২ সদস্য আটক: ২টি মোটরসাইকেল উদ্ধার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

রোববার মধ্য রাতে অভিযান পরিচালনা করে যশোর নিউমার্কেট এলাকা হতে একটি চোরাই মোটরসাইকেলসহ মোহাম্মদ আলী(৪০) ও মোঃ খলিল গাজী (৩৬) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

অপরদিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর এলাকা হতে একটি চোরাই মোটরসাইকেল ও একটি মাস্টার চাবি উদ্ধার করে।
মোহাম্মদ আলী সাতক্ষীরা শ্যামনগর থানাধীন বংশীপুর গ্রামের মজিদ গাজীর ছেলে এবং খলিল গাজী একই থানার চন্ডিপুর গ্রামের জব্বার গাজীর ছেলে। এর আগেও মোহাম্মদ আলীর নামে বিভিন্ন থানায় ২৪ টি মামলা এবং খলিল গাজীর নামে ১৪ টি মামলা রয়েছে।
তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ৩০ মে কোতয়ালী মডেল থানাধীন মুজিব সড়ক সেইলর শোরুমের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়।

আরো পড়ুন

সর্বশেষ