শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে জমিসহ ঘর পেলেন ৩৩৩ পরিবার,ভূমিহীনমুক্ত হলো তিন উপজেলা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে যশোরে ৪র্থ ধাপে জমিসহ ঘর পেলেন আরো ৩৩৩টি পরিবার। এর মধ্যে ১৪০টি পরিবারে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে শতভাগ ভূমিহীনমুক্ত উপজেলার খাতায় নাম লেখালো জেলার শার্শা, বাঘারপাড়া ও কেশবপুর উপজেলা। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জমির দলিল ও ঘর হস্তান্তর করেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী।
এর আগে তিন ধাপে জেলায় ১ হাজার ৭শ’ ৬১টি ঘর হস্তানতর করা হয়। ঘর পেয়ে খুশি ভূমিহীন মানুষেরা।

আরো পড়ুন

সর্বশেষ