শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে জাগপা’র ইফতার মাহফিল

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রেসক্লাব যশোরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা নার্গিস ইসলাম।
এসময় তিনি বলেন,  বর্তমান দেশের এই সংকট মূহুর্তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীতে বিনা ভোটে কাউকে ক্ষমতায় আসতে দেয়া হবে না।
জাগপা যশোর জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র প্রেসিডিয়াম সদস্য, যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারী জনাব নিজামদ্দিন অমিত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: মোঃ ইসহক, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মাহবুব আলম, বাচ্চু, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এম মোহর আলী, জেলা জাসদ সাধারণ সম্পাদক সৈয়দ বিপ্লব আজাদ, সাবেক পৌর কাউন্সিলর হাজী আনিচুর রহমান মুকুল প্রমুখ।
অনুষ্ঠানে জাগপা প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মরহুম শফিউল আলম প্রধান, জাগপা’র সাবেক সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান, যশোর জেলা শাখার সাবেক আহ্বায়ক জহির উদ্দীন আকব মানিক, জেলা শাখার সাবেক সহ সভাপতি স্বর্গীয় কার্তিক চন্দ্র পাল, জেলা শাখার সাবেক সহ-দপ্ত সম্পাদক মিস্টন গাজীর বিদেহী আত্মার মাগফেরাত ও শাস্তি কামনা করে দোয়া করা হয়।#

আরো পড়ুন

সর্বশেষ