শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ডিসির মতবিনিময়

আরো খবর

ভ্রাম্যমাণ প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে যশোরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচন ও গণভোটে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসকের সম্মানে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে জেলা প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”

সভায় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধি এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নির্বাচন ও গণভোটে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের জোরালো দাবি জানান।

মতবিনিময় সভায় বক্তারা যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো পড়ুন

সর্বশেষ