যশোর: আজ বেলা চারটায় যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সহ সভাপতি মেহেদী হাসান মিন্টু, এড জহুর আহমেদ, যুগ্ম সম্পাদক এড মনিরুল ইসলাম মনির, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হারুনর রশীদ, মুন্সি মহিউদ্দিন, কাজী আব্দুস সবুর হেলাল, এড আবু সেলিম রানা, ফারুক আহমেদ কচি, এড সেতারা খাতুন, লুৎফুল কবির বিজু, কামাল হোসেন, প্রফেসর মোয়াজ্জেম হোসেন, অহিদুল ইসলাম তরফদার, আতিক বাবু,রবি সিদ্দিকী, জেলা পরিষদের সদস্য জোবেদ আলী, নাসির উদ্দীন, সুখেন মজুমদার, আবুল হোসেন খান,হাজেরা সুলতানা ও যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা সহ ছাত্র লীগ, যুব লীগ, মহিলা লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্য জীবী লীগ, কৃষক লীগ ও তাতী লীগের নেতা কর্মীবৃন্দ। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, যাঁরা ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল সদস্য কে হত্যা করেছে ঠিক তারাই আওয়ামী লীগকে সম্পূর্ণ ভাবে ধ্বংস করতে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্হান জেল খানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে। এই চার নেতা ১৯৭১ সালে জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছিলেন। বর্তমানেও বিভিন্ন পর্যায়ে ষড়যন্ত্র চলছে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল মতভেদ ভুলে ঐসব ষড়যন্ত্র রুখে দিতে হবে।
যশোরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

