শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে  টানা বর্ষণে রাস্তায় ওপড়ে পড়ল সেই বটগাছটি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:কয়েকদিনের টানা বর্ষণের কারণে যশোর নড়াইল সড়কের ঝুমঝুমপুর সদর উপজেলার সামনে ঐতিহ্যবাহী একটি বটগাছ আজ সোমবার সকালে রাস্তায় উপড়ে পড়েছে।

বটগাছটি রাস্তার উপড়ে পড়ার  কারণে সকাল ৯ টা থেকে প্রায় দেড় ঘন্টা যশোর নড়াইল সড়কের সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে যশোর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে সড়কের উপরে পড়ে থাকা গাছটি উদ্ধার কাজ শুরু করেন। ক্ষতিগ্রস্ত গাছটি উদ্ধারের ফলে সকাল সাড়ে দশটার দিকে যান চলাচল  স্বাভাবিক হয়।

যশোর ফায়ার সার্ভিস কর্মকর্তা, দেলোয়ার হোসেন বলেন,অতি বর্ষণের কারণে গাছের গোড়া নরম হয়ে যাওয়ার কারণে গাছটি সড়কের উপরে গোড়া থেকে উপড়ে পড়ে গেলে যান চলাচলে বিঘ্ন ঘটে। যে কারণে দেড় ঘন্টা এই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার কাজ সকাল সাড়ে দশটার দিকে শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে গাছটি সড়কের উপরে গোড়া থেকে উপড়ে পড়ে যাওয়ার কারণে গাছের নিচে বিষ্ণুর সেলুন দোকান, আক্তারের চায়ের দোকান, মানিকের হোমিওপ্যাথি দোকানসহ চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিষ্ণুর সেলুনের দোকান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিষ্ণুর সেলুনের দোকানটি। দোকানটি সুম্পন্ন দুমড়ে মুচড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরো পড়ুন

সর্বশেষ