শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ডিপ্লোমা নার্সদের বিক্ষোভ সমাবেশ

আরো খবর

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় নার্সিং ইনস্টিটিউটের রেজিস্টার হালিমা আক্তারের অপসারণ দাবিতে যশোর মশাল বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন যশোর শাখার উদ্যোগে আজ রোববার রাত ৯টায় যশোর জেনারেল হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি বিপ্লব আলীর নেতৃত্বে শতাধিক স্টুডেন্ট নার্স হাসপাতাল চত্বরে মশাই জ্বালিয়ে বিক্ষোভ করে। রাত ১০টা পর্যন্ত এ বিক্ষোভ চলে।

এসময় তারা জানন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে শিক্ষার্থী নার্সরা ধারাবাহিক আন্দোলন করে আসছেন। এরই অংশ হিসেবে ঢাকার আন্দোলনকারীরা আজ রোববার বিকেলে কেন্দ্রীয় নার্সিং ইনস্টিটিউটের রেজিস্টার হালিমা আক্তারের সাথে দেখা করতে যান। কিন্তু তিনি শিক্ষার্থী নেতৃবৃন্দকে পুলিশ দিয়ে হেনস্থা করেন। যা অবমাননাকর। এজন্য তারা রেজিস্টার হালিমা আক্তারের অবিলম্বে অপসারণ দাবি জানান। তারা আরো বলেন, তাদের যৌক্তিক  দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

আরো পড়ুন

সর্বশেষ