শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ডিবির অভিযানে ৪১ মামলার আসামী দেলোয়ার গ্রেফতার  

আরো খবর

শহিদ জয়:
যশোরের ডিবি পুলিশের সফল অভিযানে ৪১ মামলার পলাতক ২৫ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেলোয়ারকে গ্রেফতার করেছে। প্রতারক ও সাজাপ্রাপ্ত আসামী দেলোয়ার নিজের নাম পরিবর্তন করে তুহিন নামে আত্মগোপনে করেছিলেন।
যশোর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে‌ ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে এসআই শেখ আবু হাসান,এএসআই সৈয়দ শাহীন ফরহাদ ও এএসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকেথেকে প্রতারক দেলোয়ারকে গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে ৪১টা মামলা রয়েছে। এরমধ্যে ২৫ মামলায় তিনি সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি যশোরের সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের জয়নাল আবেদীন দফাদারের ছেলে।
এদিকে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া বলেন ,প্রতারক দেলোয়ার গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় তুহিন নামে পরিচিত ছিলেন। তিনি এক সময় একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত থাকলেও ২০১৩ সালে আর্থিক প্রতারণার দায়ে তিনি চাকরিচ্যুত হন। ব্যাংকে কর্মরত থাকার সময় তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। অনেকেই তার বিরুদ্ধে মামলা করেন।
সেইসব মামলায় পর্যায়ক্রমে তার বিরুদ্ধে আদালত দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন। এ পর্যন্ত তার বিরুদ্ধে ৪১ মামলা রয়েছে। তার মধ্যে ২৫ টি মামলায় দোষী সাব্যস্ত করে আদালত তাকে কারাদণ্ড দেন বলে জানিয়েছেন, যশোরের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া।

আরো পড়ুন

সর্বশেষ