শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে এক নারীর মৃত্যু এবং নতুন করে ৩৭ জন আক্রান্ত হয়েছে।। সিভিল সার্জন বিপ্লব কান্তি রায় জানান, রোববার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রে ডেঙ্গু আক্রান্ত আয়শা সিদ্দিকা নামে ৪০ বছর বয়সি এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার প্রতাপপুর গ্রামের শাবুদ্দিনের স্ত্রী।

এদিকে জেলায় এপর্যন্ত মোট ২ হাজার ৩৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ হাজার ১৯৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৫৪ জন। এপর্যন্ত মারা গেছে ৯ জন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে জেলায় মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। সবাইকে সচেতন হওয়ায় আহবান জানানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ