নিজস্ব প্রতিবেদক:যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মরিয়ম বেগম (৫০)নামে এক মহিলার মৃত্যু হয়েছে। সোমবার দিন গত রাত্রে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিস্বাধীন অবস্থায় মারা যান। মারিয়াম বেগম জিগার গাছের উপজেলার মনসুর আলী স্ত্রী। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলায় মোট তেরো জনের মৃত্যু হয়েছে।
তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাক্তার অনুপম দাস।
ডাক্তার অনুপম দাস জানান, মরিয়ম বেগম দীর্ঘদিন বাড়িতে জোরে আক্রান্ত ছিলেন। স্বজনরা প্রথমে ঝিগারগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ২২অক্টোবর যশোর জেনারেল হাসপাতলে রেফার করেন। পরে ২৩ অক্টোবর দিন গত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

