নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের কারবালা রোড এলাকায় এক ডেভেলপারের ফ্ল্যাট দখল করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ডেভেলপার এস এম রফিকুল ইসলাম হীরক ২৫ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে রফিকুল ইসলাম হীরক জানান, তিনি শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনের এলাকায় নিজ অর্থায়নে একটি আটতলা ভবন নির্মাণ করেন। ওই ভবনের ষষ্ঠ তলায় তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে। গত ১১ সেপ্টেম্বর একই এলাকার তাসলিমা হাসান, তার ছেলে মেহরব, ফেন্সি হাসান ও জিসান ওই ফ্ল্যাটের তালা ভেঙে দখল করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এর আগে গত ৪ মে একই চক্র ওই ফ্ল্যাটে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে দাবি করেন হীরক। বর্তমানে তারা ফ্ল্যাটটি দখল করে রেখেছে এবং হীরক ও তাঁর মা দিলারা ইসলামকে হত্যার হুমকিও দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
রফিকুল ইসলাম হীরক থানায় দায়ের করা লিখিত অভিযোগে নিজের ও মায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার কর্মকর্তারা জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। বিষয়টির সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

