নিজস্ব প্রতিবেদকঃ
ড.হাফিজ রহমানের কাব্য গ্রন্থ শতদলে দুই পাতা” সবুজ পাতায় রক্তের দাগ উপন্যাস “ফেরার সঙ্গী” বইয়ের মোড়ক উন্মোচন অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর জেলা ইসলামিক ফাউন্ডেশনে বেগম গুলশান আরা বেগম ফাউন্ডেশন এর আয়োজনে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বিভাগীয় প্রধান বাংলা বিভাগের সরকারী এম,এম কলেজ ও অধ্যক্ষ,যশোর শিক্ষার্বোড স্কুল এন্ড কলেজ, আরো উস্থিত ছিলেন আব্দুল্লাহ আল গাদ্দাফী রানা, সহযোগী অধ্যাপক ইবনে সিনা হাসপাতাল,
এলিন সাঈদুর রহমান, মোঃ মাসুদুর রহমান উপ পরিচালক দূর্নীতি দমন কমিশন, ড,শাহানাজ পারভীন অধ্যক্ষ তালবাড়ীয়া ডিগ্রী কলেজ যশোর,ও দৈনিক কল্যান সম্পাদক বীর মুক্তিযোদ্ধ্যা একরাম উদ দৌলা প্রমুখঃ

